ভোটে জিতলে মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ শেষ করাই হবে আমার প্রথম দায়িত্ব: টুকু
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন আধুনিক টাঙ্গাইলের রূপকার। টাঙ্গাইলের মানুষের উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন। তার স্বপ্ন ছিল মাহমুদনগরের ব্রিজ নির্মাণ ও যমুনা নদীর তীরে বেড়িবাঁধ স্থাপন। জনগণের ভোটে দায়িত্ব পেলে এসব কাজ সম্পন্ন করাই হবে আমার প্রথম নৈতিক দায়িত্ব, পাশাপাশি তার রেখে যাওয়া সব অসমাপ্ত কাজ বাস্তবায়ন করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিশাল এ দোয়া মাহফিলের আয়োজন করে মাহমুদনগর ইউনিয়ন বিএনপি।
এ সময় প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের ছেলে রাশেদ হাসান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি একজন অত্যন্ত যোগ্য প্রার্থী। নির্বাচনের সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছিলেন, সেভাবেই আপনারা টুকুর পাশে থাকবেন এবং কাজ করবেন।
তিনি আরো বলেন, টাঙ্গাইল-৫ আসনে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষের জয় হলেই দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমাদের পরিবার সুলতান সালাউদ্দিন টুকুকে সম্পূর্ণভাবে সমর্থন করে। এ সময় উপস্থিত সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া চান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম শিকদার।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজির সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বিআলো/ইমরান



