ভোরে রাজধানীতে পৃথক দুই স্থানে দুই বাসে অগ্নিসংযোগ
dailybangla
10th Nov 2025 6:12 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভোরের নিস্তব্ধতা ভেঙে দু’টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুরে আলাদা দুটি স্থানে এ অগ্নিসংযোগ ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ‘আকাশ পরিবহন’-এর একটি বাসে এবং শাহজাদপুর বাঁশতলায় ‘ভিক্টর ক্লাসিক’-এর একটি বাসে আগুন লাগানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ পুড়ে যাওয়া বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।
বিআলো/শিলি



