ভোলাগঞ্জের সাদা পাথর লুট ও পাহাড়ি সম্পদের অবৈধ শোষণ নিয়ে উদ্বেগ
dailybangla
13th Aug 2025 7:26 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সিলেট ও বান্দরবানের পাহাড়ি অঞ্চলের ঝর্ণা ও ছড়া থেকে পাথর লুটের ঘটনা সারাদেশের মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করেছে। পরিবেশবিদ ও প্রকৃতি প্রেমিক ফজলে সানি বলেন, বান্দরবান, থানচি ও রুমা অঞ্চলের দুর্গম অরণ্যে অবৈধভাবে পাথর সংগ্রহের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ উপজাতিদের ব্যবহার করে এসব পাথর সংগ্রহ করছেন এবং তা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। ফজলে সানি সতর্ক করে বলেন, পাহাড়ি প্রাকৃতিক সম্পদের রক্ষার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আমরা মূল্যবান প্রাকৃতিক বৈচিত্র্য হারাতে পারি।
তিনি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য লিখেছেন এবং তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিআলো/এফএইচএস