ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
dailybangla
30th Jun 2025 5:21 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে পুকুরে ডুবে মো. নাহিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাহিদ ওই ইউনিয়নের মো. জাহাঙ্গীর সর্দারের ছেলে।
নাহিদের চাচা মো. আলমগীর সর্দার জানান, নাহিদের বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। মা বাড়িতে চার সন্তান নিয়ে থাকেন। নাহিদ ছিল সবার ছোট। দুপুরে ভাই-বোনেরা স্কুলে থাকায় নাহিদ তার মায়ের সঙ্গে বসতঘরে ছিল। কোনো এক ফাঁকে সবার অজান্তে সে ঘরের পাশের পুকুরে পড়ে যায়।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে নাহিদের মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআলো/সবুজ