আগামীর বাংলাদেশে চিরস্থায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে: মেজর হাফিজ
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ: ভোলার লালমোহন পৌরশহরে বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) আগামীর বাংলাদেশের জন্য শক্তিশালী গণতন্ত্র ও চিরস্থায়ী সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনে নির্বাচনের নামে দেশবাসীর সঙ্গে প্রহসন করা হয়েছে।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হবে। সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং বাংলাদেশকে সুখি ও সমৃদ্ধশালী দেশে পরিণত করবে সেই দলের প্রতিনিধি হিসেবে ভোট দেবেন। আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে।”
সভায় শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি’র সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানা বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



