ভ্যাট প্রত্যাহারের দাবিতে পাদুকা প্রস্তুতকারকদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং অন্যান্য পাদুকার ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন ও সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, “সম্প্রতি এই খাতের ওপর ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১৫% হারে মূসক আরোপ করায় দেশীয় উৎপাদকরা বিপুল চাপের মুখে পড়েছেন। এর ফলে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অস্তিত্ব সংকটে পড়েছে, অপরদিকে বিদেশি পণ্যের আমদানি বেড়ে গিয়ে বৈদেশিক মুদ্রার অপচয় ঘটছে।”
তারা আরও জানান, “এই খাতে প্রস্তাবিত ভ্যাট আরোপ সম্পূর্ণ অযৌক্তিক। এতে হাওয়াই চপ্পল ও পাদুকার মতো সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের মূল্য বেড়ে যাবে। বিশেষ করে দিনমজুর, কৃষক, রিকশা-ভ্যান চালক, হকার এবং নিম্নআয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তারা এই পণ্যগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে কিনতে পারতেন। কিন্তু উৎপাদন খরচ বেড়ে গেলে এসব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।”
সংগঠনটি দাবি করে, ভ্যাট অব্যাহতির ফলে বিগত সময়ে পণ্য উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং কম দামে চপ্পল সরবরাহ সম্ভব হয়। ফলে ১৫০ টাকার মধ্যেই সাধারণ মানুষ প্রয়োজনীয় পাদুকা কিনতে পারতেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ ফজলু, আইন উপদেষ্টা ব্যারিস্টার মো. তাইফুল সিরাজ, অফিস সচিব মো. ইমরুল কায়েসসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে পাদুকা খাতের ওপর ভ্যাট অব্যাহতি পুনর্বহালের আহ্বান জানানো হয় এবং সরকারের কাছে ন্যায্যতা বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বিআলো/সবুজ