• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মগবাজারে যাত্রা শুরু করলো ‘ক্রিস্পি ক্রাউন’ 

     dailybangla 
    16th Sep 2025 11:40 pm  |  অনলাইন সংস্করণ

    উদ্বোধনী দিনে উৎসবের আমেজ, মুগ্ধ অতিথিরা ‘ক্রিস্পি ক্রাউনে’

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে যাত্রা শুরু করেছে নতুন ফাস্টফুড কর্নার ‘ক্রিস্পি এন্ড ক্রাউন’। আধুনিক পরিবেশ, সুস্বাদু খাবার এবং গ্রাহকবান্ধব সেবার প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হয় রেস্তোরাঁটি। এখানে থাকছে বার্গার, পিজা, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেনসহ নানা ধরনের ফাস্টফুডের আয়োজন।

    দুই তরুণের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল

    রেস্তোরাঁটি পরিচালনা করছেন দুই তরুণ উদ্যোক্তা—ইমরান হোসেন ও সারোয়ার হোসেন। তারা টানা ১৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসায় যুক্ত। অভিজ্ঞতা, পরিশ্রম এবং গ্রাহকের আস্থা থেকে এসেছে তাদের এই নতুন উদ্যোগ। উদ্যোক্তাদের ভাষ্য—শুধু ব্যবসা নয়, বরং মানসম্পন্ন খাবার ও আন্তরিক সেবার মাধ্যমেই গ্রাহকের ভালোবাসা অর্জন করা সম্ভব।

    সাশ্রয়ী দামে মানসম্মত খাবারের প্রতিশ্রুতি

    ইমরান ও সারোয়ার বলেন, শহরের মানুষ যেন সাশ্রয়ী দামে ভালো মানের ফাস্টফুড উপভোগ করতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য। প্রতিটি খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও গুণগত মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে গ্রাহক কখনো হতাশ না হন।

    উদ্বোধনী দিনেই উৎসবের আমেজ

    উদ্বোধনের দিনেই ছিল প্রাণবন্ত পরিবেশ। অতিথিরা নতুন সাজসজ্জা, আরামদায়ক আবহ ও খাবারের বৈচিত্র্যে মুগ্ধ হন। অনেকে মত দেন, এই উদ্যোগ শুধু ভোজনরসিকদের নতুন স্বাদই দেবে না, বরং তরুণ প্রজন্মকেও উদ্যোক্তা হওয়ার প্রেরণা জোগাবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930