মঙ্গোলিয়া সীমান্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক: চীন তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ করছে, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মঙ্গোলিয়া সীমান্তসংলগ্ন এলাকায় তিনটি সাইলো ফিল্ডে ১০০টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে বেইজিং।
প্রতিবেদন অনুযায়ী, চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে পারমাণবিক সক্ষমতা বাড়ানো দেশ। এসব সাইলোতে সলিড-ফুয়েল ডিএফ-৩১ ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।
২০২৪ সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় ৬০০-এর কিছু বেশি। পেন্টাগনের আশঙ্কা, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ছাড়াতে পারে। যদিও চীন দাবি করছে, তারা আত্মরক্ষামূলক কৌশল অনুসরণ করে এবং ‘নো ফার্স্ট ইউজ’ নীতিতে অটল।
প্রতিবেদনটিতে তাইওয়ান ইস্যুতেও উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে ঘিরে যুদ্ধে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন।
বিআলো/শিলি



