• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মঞ্চে পড়ে গেলেন শাকিরা 

     dailybangla 
    28th May 2025 11:23 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন নিজের পেশাদারিত্বের নিখুঁত প্রদর্শনের মাধ্যমে। মঞ্চে হঠাৎ পড়ে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে গান চালিয়ে যান এই তারকা। এই ঘটনা মুহূর্তেই অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে।

    এই মুহূর্তে নিজের গানে সারা বিশ্বকে মাতাতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন শাকিরা। কনসার্টের নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ (বাংলা অর্থ: ‘মেয়েরা আর কাঁদবে না’)। এই সফরের অংশ হিসেবে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত এক লাইভ কনসার্টে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

    হাজার হাজার দর্শকের উপস্থিতিতে গান পরিবেশনের সময় হঠাৎ করেই স্টেজে পড়ে যান জনপ্রিয় এই গায়িকা। ভিডিও ফুটেজে দেখা গেছে, গানের এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত দর্শকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা।

    তবে এই পরিস্থিতিতে মাটিতে পড়ে থাকেননি শাকিরা। দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে গান ও নাচ চালিয়ে যান আগের মতোই সাবলীলভাবে। তার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে অভিভূত হয়ে পড়েন দর্শকরা।

    উল্লেখ্য, বর্তমানে শাকিরার এই কনসার্ট ট্যুর ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। কনসার্টের নামেই বার্তা রয়েছে নারীর আত্মবিশ্বাস ও স্বাধীনতার, আর শাকিরার মঞ্চে ফিরে আসার দৃশ্য যেন সেই বার্তাকেই আরও একবার বাস্তব করে তোলে।

    এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শাকিরার ভূয়সী প্রশংসা করেন ভক্তরা। অনেকে লেখেন, ‘এটাই একজন সত্যিকারের পারফর্মার।’ কেউ কেউ আবার বলেন, ‘শাকিরা শুধু গায়িকা নন, তিনি অনুপ্রেরণা।’

    শাকিরা বা তার টিমের পক্ষ থেকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো দেওয়া হয়নি। তবে ভক্তরা আশাবাদী, পুরো সফরই এভাবেই সফলতার সঙ্গে শেষ করবেন তিনি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930