মতলবে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১ নং ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল মতলব উত্তর উপজেলার শাখার আয়োজেন ৩০ মে শুক্রবার বিকালে কালিপুর বাজার নতুন ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজালাল প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির অন্যতম সদস্য কামরুল হাসান ঢালী, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের বেপারী, বিএম অভি তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন প্রধান, বিএনপির প্রবিন নেতা সমির আলী মেম্বার, ডা. দীল মোহাম্মদ, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, কালিপুর বাজার বনিক সমিতির সভাপতি ডা. শফিকুল ইসলাম, যুবনেতা শফিকুল ইসলাম সরকার শফিক, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. লটন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি