মতলব উত্তরে ফতেপুর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজি এফ এর চাল বিতরণ
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে ঈদুল আযহা উপলক্ষে বন্যাক্রান্ত ,অন্যান্য দুর্যোগক্রান্ত ,দুঃস ও অতিদরিদ্র ব্যাক্তিদের মাঝে উপজেলার ফতেপুর পচেশিম ইউনিয়নের ১ হাজার ৫শ পরিবারের মাঝে ১০ কেজি ভিজি এফ এর এই চাউল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বৈষম্য বিরোধী ছাত্রান্দলনের সমন্বয়ক ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: নুরুল হুদা ফয়েজি ও ফতেপুর পচ্শিম ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান।
চাল বিতরণ উদ্বোধনকালে মো: নুরুল হুদা ফয়েজি বলেন,ঈদুল আযহা উপলক্ষে বন্যাক্রান্ত ,অন্যান্য দুর্যোগক্রান্ত ,দুঃস ও অতিদরিদ্র ব্যাক্তিদের মাঝে ভিজি এফ এর চাউল বিতরণ করা হচ্ছে এবং আমরা নজর রাখছি যাতে সরকারের নিয়ম অনুযায়ী সঠিকভাবে চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা যুবদলের সদস্য আলামিন সরকার,ফতেপুর পচ্শিম ইউপি যুবদলের প্রচার সম্পাদক হাবিব সরকার,যুবদলের নেতা শাহাদাৎ হোসেন, তপন, নুরুল আমিন, রুবেল খান, ফরিদ খানসহ ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিআলো/তুরাগ