• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 

     অনলাইন ডেক্স 
    12th Dec 2025 7:43 pm  |  অনলাইন সংস্করণ

    অধিকারহারা মানুষের পাশে সবসময়ই ছিলেন বেগম জিয়া : তানভীর হুদা

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া একটি বিশ্বাস ও আস্থার নাম; তিনি দেশের মানুষের আশা ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের মানুষ যখনই অধিকার বঞ্চিত হয়েছেন, তখনই তিনি অধিকারহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন ও আন্দোলন করেছেন।”

    তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাদের নেত্রীকে তার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। সেদিন তিনি কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে বিচার চেয়েছিলেন। পরিবারের কাউকে সঙ্গেও থাকতে দেওয়া হয়নি। তবুও দেশপ্রেমের টানে তিনি দেশ ত্যাগ করেননি।”

    ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ অস্থিরতা থেকে মুক্ত হলে বেগম খালেদা জিয়া আবারও জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হন বলে উল্লেখ করেন তানভীর হুদা। তিনি বলেন, “দেশকে পুনর্গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দল-মত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়েছেন।”

    সম্প্রতি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তফসিলের পর রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ হওয়ায় আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। শুধুই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইছি।” তিনি মতলবের পাঁচ লাখ ভোটারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদও জানান।

    তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশি ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তিনি ধৈর্য নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছেন।”

    অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম। বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা খতমে কুরআন সম্পন্ন করেন।

    দোয়া মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031