মতলব উত্তরে ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
dailybangla
27th May 2025 5:35 pm | অনলাইন সংস্করণ
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তরে ৩ দিনব্যাপী (২৫ মে-২৭ মে) ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আশরাফুল হক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
বিআলো/তুরাগ