মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংবাদিক সফিকুল ইসলাম রানা প্রমুখ।
সভায় সড়ক দুর্ঘটনা রোধে ও বাল্যবিবাহ ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাট সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও চলাচলের রাস্তায় হাট না বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআলো/তুরাগ



