মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর, চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সভায় নবাগত ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, “পুলিশ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়িত্বে আছে। আমি উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। সাংবাদিকদের সহযোগিতা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, “আমি থানায় থাকাকালীন মাদক, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর থাকব। সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হবেন না এবং থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করতে বদ্ধপরিকর।”
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, “সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণ পুলিশের ওপর পুনরায় বিশ্বাস রাখবে।”
মতবিনিময় সভায় মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন, গোলাম নবী খোকন, জাকির হোসেন বাদশা, নুর মোহাম্মদ, মমিনুল ইসলাম, সুমন আহমেদ, দ্বীন ইসলাম, বাবুল মুফতী, লিয়াকত হোসাইন, সফিকুল ইসলাম রানা, জহিরুল হাসান মিন্টু, শামীম আহমেদ জয়, নাঈম মিয়াজী, দেওয়ান মুরাদুজ্জামান, মাইনুদ্দিন চৌধুরী ও গাজী এমদাদুল হক মানিক। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিতরা মনে করেন, নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখবে।
বিআলো/ইমরান



