• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলব উত্তরে হেলিকপ্টারে প্রবাসীর বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড় 

     dailybangla 
    14th Nov 2025 7:17 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার এম এম কান্দি গ্রামের হাজী মো. আব্দুল বারেকের ছেলে সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজুর ব্যতিক্রমধর্মী বিয়েকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে হেলিকপ্টারে করে বিয়ের আসরে যান তিনি এবং নববধুকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। এমন অনন্য আয়োজন দেখতে এলাকায় হাজারো মানুষের ভিড় জমে।

    জানা গেছে, বর মেহেদী হাসান রাজু দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করছেন। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখা, বাবা–মায়ের স্বপ্ন পূরণ ও এলাকায় নতুন কিছু করার ইচ্ছা থেকেই তিনি হেলিকপ্টারে চড়ে একই উপজেলার রুহিতারপার গ্রামের কনের বাড়িতে পৌঁছান। আকাশপথে বরের আগমন দেখে এলাকাবাসী মুগ্ধ হয়ে যান এবং অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন।

    এমন ব্যতিক্রম আয়োজনকে ঘিরে কনের বাড়িতেও সাজসাজ পরিবেশ সৃষ্টি হয়। হেলিকপ্টার থেকে বর নামার পর পাত্রপক্ষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। এরপর আলামিন প্রধানের মেয়ে কনে আবিদা সুলতানা (অনামিকা) কে নিয়ে হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরে যান বর।

    এ বিষয়ে মেহেদী হাসান রাজু বলেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে চেয়েছি। হেলিকপ্টারে যাওয়া ও বউকে নিয়ে বাড়ি ফেরা—এর মাধ্যমে আমি আমার মা–বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এতে আমরা খুবই খুশি।”

    স্থানীয়রা বলেন, “এমন বিয়ে আমরা আগে কখনো দেখিনি। হেলিকপ্টারে বর এল—চোখের সামনে যেন সিনেমার দৃশ্য।”

    বিয়ের এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বরের মা ওহিদা বেগম বলেন, “আমার স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনা। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমরা খুব খুশি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930