মতলব উত্তর সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি: জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভান্ডারী বাজারের মুক্তির কান্দী গ্রামে এ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।
তিনি বলেন, “বাংলাদেশে কোনো নির্বাচনই নিরপেক্ষ হয়নি। নির্বাচনের নামে সবসময় খেলা হয়েছে, চক্রান্তকারীরা ফলাফল নিজেদের পক্ষে নিয়ে গেছে। আর কখনো দিনের ভোট রাতে নিতে দেওয়া হবে না। জাকের পার্টি সংঘাত, হানাহানি বা রক্তপাতে বিশ্বাস করে না। আমরা সব মতের মানুষকে সম্মান দিয়ে রাজনীতি করি এবং করব। মূল ক্ষমতা হচ্ছে আদর্শ; যার আদর্শ আছে, তার ক্ষমতার লোভ থাকে না।”
তিনি আরও বলেন, “দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। যদি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, তবে জাকের পার্টির ২১ লাখ আত্মত্যাগী নেতাকর্মী বসে থাকবে না। সময় মতো সবকিছু করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ দুলাল হোসেন খান এবং সঞ্চালনা করেন চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খান। বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ ডালিম সরকার, কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলমসহ অন্যরা।
বক্তারা বলেন, জাকের পার্টি হুসাইনি ইসলামের পতাকাবাহী সুফিবাদী আদর্শে উজ্জীবিত একমাত্র প্রগতিশীল ইসলামী রাজনৈতিক সংগঠন। দলটি ডান বা বামপন্থী নয়; বরং লিবারেল ডেমোক্র্যাটিক আদর্শে বিশ্বাসী, ইসলামী সমাজতন্ত্রের ধারক এবং মদিনা সনদের আলোকে প্রগতিশীল সমাজ গঠনে বদ্ধপরিকর। তারা আরও জানান, জাকের পার্টি বাকস্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রতিটি ইউনিয়ন, মহানগর ও পৌরসভার ওয়ার্ডে গোলাপ ফুল প্রতীকের সমর্থনে ভোটের আহ্বান জানিয়ে জাকের পার্টির জনসভা কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বিআলো/তুরাগ