মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে বাস খাদে পড়ে আহত ১৭
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে পরিচিতদের নাম জানা গেছে। তারা হলেন মো. রাবিব (২৫), রুবি (৪৯), মোস্তফা (৬৫), বায়েজীদ (৩), ইয়াছমিন (২৪), লাভলু (৪৫), শফিকুর রহমান (৪০)সহ আরও অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটি বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তাদের অভিযোগ, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের উপস্থিতি ও তৎপরতা আরও দ্রুত হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইসমাম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিমা পৃথুলা, সহকারী পুলিশ সুপার জাবির হোসনাইন সানীব, ওসি হাফিজুর রহমান মানিক এবং ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা সড়কে নিয়মিত নজরদারি, দক্ষ চালক নিয়োগ ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিআলো/আমিনা



