মতলব দক্ষিণে শহীদ রাব্বি আলমের কবর জিয়ারত করলেন তানভীর হুদা
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতে নিহত মতলব দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা শহীদ রাব্বি আলমের কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা। শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামে শহীদ রাব্বি আলমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন তিনি। পরে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানভীর হুদা বলেন,শহীদ রাব্বি আলম ছিলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক। তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন।
তার রক্ত বৃথা যাবে না। আমরা শহীদের স্বপ্ন বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাব। এই ত্যাগ বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করবে।তিনি আরও বলেন, আমরা শহীদ পরিবারের পাশে আছি এবং থাকব। তাদের প্রতি দলের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিরো জাকির, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শহীদ রাব্বি আলম পেশায় ছিলেন মুদি দোকানদার। জন্ম ২৯ আগস্ট ২০০৩ খ্রিষ্টাব্দে। তিনি ১৯ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন। তার পিতা মো. বাবুল পাটওয়ারী এবং মাতা পারভীন। শহীদের সরকারি গ্যাজেট নং-৩৯৫, এমআইএস (MIS) নং-২২৪২৭।
বিআলো/ইমরান