মদনপুরে দেওয়ানবাগীর দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকায় অবস্থিত দেওয়ানবাগীর দরবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। গতকাল শুক্রবার ভোর রাতে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে দরবার ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে বিতর্কিত দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্ততি নিচ্ছিল।
এ সময় দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লীরা বাধা দিলে পীরের অনুসারিরা মুসল্লীদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার ভোরে আশপাশের ১০ গ্রামের মুসল্লীরা ঐক্যবদ্ধ দেওয়ানবাগী পীরের আস্তানার দরবারে হানা দিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ খবর পেয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এএসপি বিল্লাল হোসেন ও বন্দর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, প্রায় ৩০ বছর পূর্বে দেওয়ানবাগী পীর মাহবুব-এ-খোদা ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছিলেন। তিনি নিজেকে খোদাও দাবি করায় আলেম ওলামাদের মধ্যে তার বিরোধ সৃষ্টি হয়। ওই সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের সঙ্গে চরমোনাই অনুসারী ও এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে ছিল।
২০২০ সালে দেওয়ানবাগী পীর মারা যায়। তারপর থেকে মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এ আস্তানায় কার্যক্রম ব্যাহত ছিল। গত বৃহস্পতিবার থেকে তাদের নতুন করে কার্যক্রম শুরু করলে এলাকাবাসীর প্রতিরোধে পড়েন দেওয়ানবাগীর অনুসারীরা। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করে জড়িতের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ



