মদিনার কাছে বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনার কাছে মক্কা থেকে ফেরত আসা ওমরাহযাত্রীদের বহনকারী বাস একটি ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে বাসটিতে থাকা ৪২ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১১ নারী ও ১০ শিশু রয়েছেন।
স্থানীয় সময় রাত ২টার দিকে মুফরিহাত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে থাকা যাত্রীরা মূলত ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে এসেছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মদিনার পথে ফিরছিলেন।
সংঘর্ষের পর বাসে আগুন লেগে যাওয়ায় যাত্রীদের বের হয়ে আসার সুযোগ ছিল সীমিত। উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন। একজন আহত যাত্রী মোহাম্মদ আব্দুল শোয়াইব হাসপাতালে ভর্তি আছেন, তবে তার অবস্থা এখনও অনিশ্চিত।
তেলেঙ্গানা সরকার রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নির্দেশ দিয়েছেন, তারা দিল্লির কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখুক। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



