• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে: পুলিশ সুপার আব্দুল জলিল 

     dailybangla 
    14th Aug 2025 5:16 pm  |  অনলাইন সংস্করণ

    সেতু আক্তার, ফরিদপুর:ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম বলেছেন, মধুখালী থানায় পুলিশ আছে, থাকবে তবে মাদক থাকবে না। এক পর্যায়ে তিনি বলেন, মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে। এক সঙ্গে দুটি জিনিস থাকবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। মাদককে নিয়ন্ত্রণ করতে সরকারের আরও একটি বিভাগ রয়েছে, সেটি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে বিভাগটিও মাদককে নিয়ন্ত্রণ করতে কাজ করে থাকে। মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। হতে পারে সেটি তথ্য দিয়ে না হয় সামাজিক প্রতিরোধ গড়ে তুলে। প্রয়োজনে মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় মধুখালী থানা চত্ত্বরে পুলিশের আয়োজনে ‘পুলিশকে সহায়তা করি- মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতি,ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে ওপেন হাউজ ডে উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    মধুখালী থানার অফিসার ইন চার্জ(ওসি) এস.এম নুরুজ্জামান এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াত ইসলামী’র আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম, আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, ছাত্রদলের রেদওয়ান আবেদীন, উপজেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, জেলা কৃষক দলের সহসভাপতি আলি মনসুর দাউদ, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মুন্নু, সাংবাদিক, থানার কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানটিতে বক্তারা ওপেন কথা, অভিযোগ, মনের অনুভুতি ব্যক্ত করেন এবং পুলিশ সুপার সমাধানের আশ্বাস দেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930