মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা, সমাজসেবা কার্যালয়ের সুবিধাভোগীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, বড়বাইদ এতিমখানার সুপার ঈমান আলী এবং সার্বিক মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খোকা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন সমাজসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রযুক্তিনির্ভর ও মানবিক সমাজসেবার মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিআলো/তুরাগ



