মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য রবি মৌসুমে উফসী ও হাইব্রিড ধান আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক হাজার কৃষককে ৫ হাজার কেজি ধানবীজ, ১০ হাজার কেজি ডি এপি ও ১০ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
মধুপুরের ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হবে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা, মিডিয়া প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



