মধুপুরে ‘মানবতার মেলবন্ধন’ হোয়াটসঅ্যাপ গ্রুপের শীতবস্ত্র বিতরণ
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): “চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অরাজনৈতিক মানবসেবামূলক অনলাইনভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘মানবতার মেলবন্ধন’ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার মালাউড়ীতে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অবসরপ্রাপ্ত) উপ-পরিচালক মো. দুলাল মিয়া।
বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকান্দর আলীর সভাপতিত্বে এবং গ্রুপের অ্যাডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক পিএলসি, ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল অফিসার মো. শফিকুল ইসলাম, জনতা ব্যাংক পিএলসি, মধুপুর শাখার সিনিয়র অফিসার (অবসরপ্রাপ্ত) মো. কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতিকুর রহমান আলমগীর, দিঘলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীতার্ত, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিত্তবানদের এগিয়ে এলে শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। সবাইকে মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমাজে মানবতার আলো ছড়িয়ে দেওয়া যায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।
বিআলো/ইমরান



