মধুপুরে যানজট নিরসনে যানবাহন শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশা শ্রমিক প্রতিনিধি এবং পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মধুপুর পৌরসভার মিলনায়তনে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
সভায় মধুপুর বাসস্ট্যান্ডসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্ট্যান্ড স্থাপন এবং ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট যানজট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যানজট নিরসনে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, বাস মালিক সমিতি, বাস শ্রমিক সমিতি, অটোরিকশা শ্রমিক সমিতি, বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রোডের লাইন মাস্টার, পৌরসভার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় ইউএনও মো. জুবায়ের হোসেন বলেন, “প্রাথমিক আলোচনার পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে জনস্বার্থে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।” তিনি যানজট নিরসনে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
বিআলো/তুরাগ



