মধুপুরে রেবিস ভ্যাকসিনের সংকট, রোগীদের ভোগান্তি
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিনের (কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড় কামড় প্রতিরোধী) সরবরাহ নেই। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান।
ডাঃ সাইদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরে বর্তমানে ভ্যাকসিনের মজুদ নেই। মধুপুর উপজেলা শহরের মাত্র কয়েকটি ফার্মেসিতে সীমিত সংখ্যক ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। তিনি আরও বলেন, সরকারিভাবে ভ্যাকসিন প্রাপ্ত হলে সঙ্গে সঙ্গে সবাইকে এ বিষয়ে অবহিত করা হবে।
মধুপুরে পাহাড়ী এলাকায় কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর ও বাদুড়ের প্রভাব বেশি থাকায় প্রতিদিন শিশু ও সকল বয়সী নারী-পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে ২০–৩০ জন রোগী ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ভ্যাকসিন না থাকায় চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
ডাঃ সাইদুর রহমান আরও জানান, দেশে কয়েকটি ঔষধ কোম্পানি ভ্যাকসিন তৈরি করে আসলেও বর্তমানে কাঁচামালের অপ্রতুল সরবরাহের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া, কুকুরের কামড় প্রতিরোধে ব্যবহৃত প্রতিটি ভ্যাকসিন ক্রয় করতে হচ্ছে ৪৫০ থেকে ৬৫০ টাকায়।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান, রোগীদের কথা বিবেচনা করে ভ্যাকসিন দ্রুত উৎপাদন ও সরবরাহের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।
বিআলো/ইমরান



