মধুপুর থানা অফিসার ইনচার্জের বিদায়ে সম্মাননা স্মারক প্রদান
আব্দুল মোমিন, মধুপুর: মধুপুর থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল কবিরের বদলী উপলক্ষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের হাতে অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মোঃ এমরানুল কবির ১৪ সেপ্টেম্বর ২০২৫ সালে মধুপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মাদকদ্রব্য উদ্ধার, সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার, যানজট নিরসন, নিয়মিত মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বিষয়ক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার সাহসী ও প্রশংসনীয় কাজের জন্য তিনি একাধিকবার শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেছেন।
এর ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।
মধুপুরের মানুষ এই সাহসী ও চৌকস পুলিশ অফিসারকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবেন। তার বদলীর সংবাদে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর দুঃখ প্রকাশ করেছেন। ওসি মোঃ এমরানুল কবিরের জন্য সকলের শুভকামনা এবং দোয়া রয়েছে। আশা করা হচ্ছে, তিনি যেখানে কর্মরত থাকবেন, সেখানে দায়িত্ব পালন করবেন সমান আন্তরিকতা ও সম্মানের সঙ্গে।
বিআলো/ইমরান



