মধুপুর-ময়মনসিংহ মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি
আব্দুল মোমিন,মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মধুপুর–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) মধুপুর উপজেলার চাড়ালজানি এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে সোনালু, কৃষ্ণচূড়া ও কাঠবাদাম গাছের চারা রোপণ করা হয়।
জার্মান দাতা সংস্থা ‘লিচ ব্রুক’-এর অর্থায়নে এবং বিজিএস-সেডিপ প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
এ সময় প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরীসহ বিজিএস-এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে কৃষ্ণচূড়ার লাল রং, সোনালুর হলুদ ফুল এবং ফাঁকে ফাঁকে কাঠবাদাম গাছের সবুজ আচ্ছাদনে মহাসড়কটিকে নান্দনিক ও দৃষ্টিনন্দন করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই সৌন্দর্য বাস্তবায়নের অংশ হিসেবেই মধুপুর থেকে ময়মনসিংহ মহাসড়কজুড়ে পর্যায়ক্রমে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, একটি সুন্দর, বসবাসযোগ্য ও দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
বিআলো/ইমরান



