মধুপুর সেন্ট যোসেফ গীর্জায় দুর্ধর্ষ চুরি
আব্দুল মোমিন, মধুপুর: টাংগাইলের মধুপুর উপজেলার আমলীতলা সেন্ট যোসেফ গীর্জায় গত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে অজ্ঞাতনামা একদল চোর গীর্জার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান ধর্মীয় উপকরণ ও বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—১টি স্ট্যান্ড ফ্যান, ৪টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ২টি ঢোল (খুল), ১ জোড়া করতাল, ২টি টুল, ৭টি প্লাস্টিক চেয়ার, ১টি ঘণ্টা, বেদির কাপড়, সোলারের বৈদ্যুতিক তার, সুইচবোর্ডসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র।
গীর্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, হারমোনিয়াম, তবলা, ঢোলসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি চুরি হওয়ায় উপাসনা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় খ্রিস্টান ধর্মাবলীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ—সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরি বাড়লেও প্রশাসনের তেমন নজরদারি নেই।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা গীর্জা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গীর্জা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।
পুলিশ জানায়, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে তদন্ত চলছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা—ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা চলতে থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিআলো/ইমরান



