মনগড়া সংবাদে সয়লাব- গণমাধ্যমকে কড়া সমালোচনা প্রেস সচিবের
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম দেশের কিছু গণমাধ্যমে ‘মনগড়া ও ভিত্তিহীন’ সংবাদ পরিবেশনের প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি অভিযোগ করেন, মানবজমিনসহ কয়েকটি মাধ্যম সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে অসত্য তথ্য ছড়িয়েছে।
তার মতে, এ ধরনের আচরণ দেখে মনে হয়- ট্যাবলয়েড সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিকতার কোনো প্রয়োজন নেই বলে সম্পাদকরা ধরে নিয়েছেন। তিনি উদাহরণ দেন, যুক্তরাজ্যে ট্যাবলয়েড পত্রিকাগুলো নিয়মিতভাবে মানহানি ও ভুল তথ্য প্রকাশের জন্য বিপুল অঙ্কের জরিমানায় পড়লেও বাংলাদেশে এমন মামলার বাস্তবিক কোনো ফল দেখা যায় না। ফলে গণমাধ্যমগুলো ভুল তথ্য ছাপিয়েও জবাবদিহির বাইরে থেকে যায়।
শফিকুল আলম বলেন, কেউ প্রতিবাদ করলেই ‘মিডিয়ার স্বাধীনতা’র ঢাল তুলে ধরা হয়। অথচ একই সম্পাদকরা আবার অভিযোগ করেন- বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই এবং সরকার পরিবর্তন হলেও পরিস্থিতি বদলায়নি। মানবাধিকার সংগঠনগুলোকেও তিনি দায়ী করেন- কারণ তারা সাংবাদিকদের ওপর হামলার অভিযোগগুলোর প্রকৃত কারণ খতিয়ে দেখে না।
তার দাবি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনভাবে লিখতে পারছেন- এমনকি সামরিক বাহিনীকেও সমালোচনা করছেন। তারপরও গণমাধ্যমকর্মীদের অভিযোগ অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত বলেই মন্তব্য করেন প্রেস সচিব।
বিআলো/শিলি



