মনদিয়া কেউ ভালোবাসে না’ — রকেট বাংলা মিউজিকের নতুন গান শ্রোতামনে সাড়া ফেলেছে
হৃদয় খান: রকেট বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন গান ‘মনদিয়া কেউ ভালোবাসে না’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী রিংকু ও পূর্ণ মিলন। গানটির কথা লিখেছেন রকিব আলী, সুর ও সংগীত করেছেন পূর্ণ মিলন, আর ভিডিও পরিচালনা করেছেন মো. সোহেল খান।
প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটির সুর, কথা ও কণ্ঠের আবেগময় মিশ্রণ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। অনেক শ্রোতা সামাজিক মাধ্যমে মন্তব্য করে জানিয়েছেন, দীর্ঘদিন পর এমন হৃদয়স্পর্শী গান পেয়েছেন তারা।
গানটির ভিডিওতে আধুনিক উপস্থাপনার পাশাপাশি গল্পনির্ভর আবহও তৈরি করা হয়েছে, যা দর্শকদের মনোযোগ কাড়ছে। মিউজিক ভিডিওটি রকেট বাংলা মিউজিক চ্যানেলের ভিউ এবং শেয়ার সংখ্যা দ্রুত বাড়ছে।
গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক প্লাবন কুরেশী, এ এইচ তূর্য, রিয়েল আশিক, সালাউদ্দিন বিশ্বাস, এবং আরও অনেকে। অনুষ্ঠানে তারা সবাই গানটির প্রশংসা করেন এবং বলেন— “পূর্ণ মিলন ও রিংকুর এই গানটিতে আবেগ, সুর এবং কথার চমৎকার সমন্বয় ঘটেছে। এমন গানই শ্রোতাদের আবারও বাংলা গানের প্রতি আকৃষ্ট করবে।”
এ সময় রিঙ্কু ভাইয়ের চেয়ে একটা অন্তিম কাল যাচ্ছে। এই সময়ের রকিব ভাই যে ওনাকে নিয়ে চিন্তা করেছে। রকিব ভাই ওনাকে নিয়ে উনাকে কাম ব্যাক করার জন্য যে রিক্স বা চিন্তাটা নিয়েছে। আমার মনে হয় এটা একটা উদাহরণ।
উনার মত এরকম আরো ১০ জন যদি রকিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে যেতো। আমার মনে হয় উনি গান গাইলে অনেক সুস্থ হয়ে যেত৷ এটা আমার বিশ্বাস কারণ তখন আনন্দটা তার মধ্যে ভেতরে কাজ করতো, উৎসাহ পেতো। আবার সে ব্যাক করতে পারতো ওনার আসাটা সহজ হত আমার মনে হয়।
প্লাবন করেছি বলেন, এ ব্যাপারে আমিও বলতে চাই মিউজিক টা তো একটা থেরাপি আমরা জানি। আমাদের বাংলা গান, আমাদের গান আমাদের যে শ্রোতারা শুনছেন, সে শ্রোতারা গানটিকে যদি সাদরে গ্রহণ করেন, মনে হয় রিংকুর জন্য তাহলে এটা একটি বড় অনুপ্রেরণা হতে পারে। এবং এটা বড় মেডিসিন হয়ে কাজ করবে।
বাংলা গান, আপনারা আমাদের গান যারা শুনেন, আমি আমার জায়গা থেকে বলছি ছেন। এই গানটাকে আপনারা ছড়িয়ে দিন, সবার মাঝে পৌঁছে যাক। ভালো ভিউ অর্জন করুক। এতে করে হবে কি, বাংলা গানে একটা চমৎকার সংযোজন হলো আবার রিঙ্কু একটি অনুপ্রেরণা পেলো।
আমি বিশ্বাস করতে চাই যে এই প্রেরণার মধ্য দিয়ে সে যদি আবার আমাদের পাশে, আমাদের সাথে চলতে পারে। তার পথচলা আরো শুগম এবং সুন্দর হবে।
বিআলো/তুরাগ