মনসাদের প্রযোজনায় সোহেল খানের নতুন গান ‘মধু ও মধু রে’
প্রেমের মাধুর্য ফুটে উঠেছে এফডিসির পর্দায়
হৃদয় খান: গীতিকার সোহেল খানের লেখা নতুন গান ‘মধু ও মধু রে’ ইতোমধ্যেই দর্শক ও শ্রোতার মনে কৌতূহল সৃষ্টি করেছে। গানটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে ঢাকার এফডিসিতে, যেখানে অভিনয় করেছেন শোয়েক আক্তার শান্ত ও লামহা।
গানটির সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ, কণ্ঠ দিয়েছেন তিনি নিজে এবং পুস্পিতা। প্রযোজনা করেছেন মনসাদ, এবং গানটি প্রকাশ করবে এম এন ডি মিউজিক লেভেল। ভিডিও পরিচালনা করেছেন সালমান আহমেদ সোহাগ, যার পরিচালনায় রোমান্টিক ভাব ফুটিয়ে তুলেছে পুরো ভিডিওকে।
গীতিকার সোহেল খান বলেন, “এই গানটি মিষ্টি প্রেমের অনুভূতিকে কেন্দ্র করে লেখা। শব্দের মধ্যে যে ভালোবাসার মাধুর্য আছে, সেটাই শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মনসাদের সহায়তায় গানটি খুব যত্ন নিয়ে তৈরি হয়েছে।”
সুরকার ও গায়ক আকাশ মাহমুদ জানান, “সোহেল ভাইয়ের লেখা সবসময়ই অন্যরকম আবেগ ছুঁয়ে যায়। আমি চেষ্টা করেছি সুর ও সংগীতে সেই আবেগ ধরে রাখতে। আশা করি শ্রোতারা গানটিতে নতুন রোমান্টিক স্বাদ পাবেন।”
শ্রোতারা গানটির ভিডিওর মাধ্যমে প্রেমের মাধুর্য এবং মনোহর ভিজ্যুয়াল একসাথে উপভোগ করতে পারবেন। বিশেষ করে এফডিসির সুন্দর সেট ও অভিনয় গানটির আবেদন আরও বাড়িয়েছে।
বিআলো/তুরাগ



