“মনের জোরে সব জয় সম্ভব—প্রতিবন্ধী শিশুর কৃতিত্বে বদলে যাচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি: ফারুক খোকন”
dailybangla
12th Dec 2025 3:44 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মানুষের শরীর ও আত্মার অদম্য শক্তির উদাহরণ টেনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম ফারুক খোকন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মনের জোরেই আজ অসম্ভবকে সম্ভব করে দেখানো সম্ভব হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সহায়ক দ্রব্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শরীর ক্ষয় হতে পারে, আগুনে পুড়তে পারে, কিন্তু আত্মার শক্তিকে কেউ নষ্ট করতে পারে না। ঠিক এই মানসিক দৃঢ়তা নিয়েই দেশের বহু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রতিবন্ধী শিশু খেলাধুলা থেকে শুরু করে নানা ক্ষেত্রে আজ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
বিআলো/তুরাগ



