• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মনোনয়ন জমার শেষ দিনে মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র দুই ও দলীয় ছয় প্রার্থী 

     dailybangla 
    29th Dec 2025 11:02 pm  |  অনলাইন সংস্করণ

    শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়ন জমা দেওয়ার ব্যাপক তৎপরতা দেখা গেছে। স্বতন্ত্র ও দলীয় প্রার্থী মিলিয়ে এদিন মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

    শীতের সকালে আবহাওয়া অনুকূলে না থাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেউ মনোনয়ন জমা দিতে আসেননি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুপুরের পর একে একে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
    দুপুরে প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুল আলী। এরপর জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম মিন্টু মনোনয়ন জমা দেন। কিছু সময় পর বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা মনোনয়নপত্র জমা দেন।

    এরপর ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন সিদ্দীকি লাবলু মনোনয়নপত্র জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আকরাম হুসাইনও এদিন মনোনয়ন দাখিল করেন।

    বেলা পৌনে চারটার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

    উল্লেখ্য, মাদারীপুর-১ আসনে বিএনপি প্রথমে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে মনোনয়ন দিলেও ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্র থেকে তা স্থগিত করা হয়। প্রায় এক মাস পর ওই আসনে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলে এলাকায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা। স্থানীয়দের একটি বড় অংশ কামাল জামান নুরুদ্দিন মোল্লাকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান বলে আলোচনা রয়েছে।

    মনোনয়ন জমা শেষে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন,
    “আল্লাহর রহমতে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। শিবচরবাসীর প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবো। আমি যেন কোনো অন্যায় না করি এবং আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়—এটাই আমার কামনা। শিবচরে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কোনো ভেদাভেদ থাকবে না।”

    তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন হবে বলে আমি আশাবাদী।”
    এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ইমরান হাসান মনোনয়নপত্র জমা দেন।

    এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১০ জন মনোনয়ন জমা দেন। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সারোয়ার হোসেন মৃধা মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

    মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি, সকাল ১১টায়, মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031