মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল
dailybangla
05th Jan 2026 10:56 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের জন্য আজ থেকে আপিলের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থী নিজে অথবা তার পক্ষে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপিল করতে পারবেন।
ইসির তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭২৩টি বাতিল হয়েছে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে।
নির্বাচন কমিশন ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে।
বিআলো/শিলি



