• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম জোরদার করার নির্দেশ প্রধান তথ্য কর্মকর্তার 

     dailybangla 
    31st Jul 2025 2:41 am  |  অনলাইন সংস্করণ

    সরকারি প্রচারে গতি আনতে কার্যকর উদ্যোগের তাগিদ

    নিজস্ব প্রতিবেদক: সকল মন্ত্রণালয়ের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও সক্রিয়ভাবে প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর। মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত তথ্য ও জনসংযোগ কর্মকর্তারা অংশ নেন।

    প্রধান তথ্য কর্মকর্তা বলেন, “সরকারের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তবে এসব কার্যক্রম গণমাধ্যমে পর্যাপ্তভাবে প্রচারিত না হওয়ায় সাধারণ মানুষ সরকারের সাফল্য ও পদক্ষেপ সম্পর্কে পুরোপুরি জানতে পারছে না।”

    তিনি কর্মকর্তাদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিয়ে বলেন, “গুজব এখন একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গুজব প্রতিরোধে তথ্য ও জনসংযোগ কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে।”

    সভায় জানানো হয়, তথ্য অধিদফতরের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ গুজব শনাক্ত, যাচাই এবং সত্য তথ্য প্রচারে নিয়মিত কাজ করছে। কমিটি থেকে ভিডিও কনটেন্ট ও ইনফোগ্রাফিকসহ সচেতনতামূলক বিভিন্ন উপকরণ তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

    প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, “তথ্য যাচাই ও গুজব প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে। জনগণ যেন বিভ্রান্ত না হয়, তা নিশ্চিত করতে সকল মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।”

    জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় আয়োজিত কর্মসূচির প্রচার নিয়েও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি যাতে গণমাধ্যমে যথাযথভাবে প্রচার পায়, তা নিশ্চিত করতে হবে।”

    সভায় তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী ও ম. জাভেদ ইকবালসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930