ময়মনসিংহে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন থেকে গ্যাস চুরির ঘটনায় ১৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৬ ইঞ্চি × ১০০০ পিএসআইজি সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস চুরির অভিযোগে ময়মনসিংহে ১৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, ২৬ অক্টোবর (রোববার) ময়মনসিংহের চর রঘুরামপুর এলাকা থেকে নেত্রকোনা পর্যন্ত সঞ্চালন লাইনের শম্ভুগঞ্জ অংশে অবৈধভাবে দুটি সার্ভিস টি বসিয়ে চুনা কারখানায় গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করা হয়। এতে পাইপলাইনে গ্যাস লিকেজের সৃষ্টি হয়।
ঘটনা জানাজানি হলে তিতাস গ্যাসের কর্মকর্তারা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই অবৈধ সংযোগে জড়িত ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের **‘জিরো টলারেন্স’** নীতি অনুসরণ করা হচ্ছে। অবৈধ সংযোগে জড়িত যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট **৭১ হাজার ৮০৭টি** অবৈধ গ্যাস সংযোগ (শিল্প ৩৮৯, বাণিজ্যিক ৫২০ ও আবাসিক ৭০ হাজার ৮৯৮) বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে **১ লাখ ৫২ হাজার ৬৭৮টি বার্নার** অপসারণ ও **২৯১.৩ কিলোমিটার পাইপলাইন** তুলে ফেলা হয়েছে। তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



