ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজির বিদায়ী সংবর্ধনা
শৃঙ্খলার আলো ডেস্ক: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম আযাদ দ্বয়ের ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও অতিরিক্ত ডিআইজি, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ১, মোহাম্মদপুর, ঢাকাতে বদলি হওয়ায় বদলিজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ডিআইজি ৫ আগস্ট পরবর্তী সময়ে তার দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে তার কর্মক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসতে এবং থানাগুলোকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অত্র রেঞ্জের পুলিশকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। এ সময় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশন্স) মো. আবু বকর সিদ্দিক, ২ এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিন, র্যাব-১৪ এর অধিনায়ক মো. নয়মুল হাসান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কমান্ডেন্ট (পুলিশ সুপার) রাশিদা বেগম পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জামালপুর জেলার কমান্ডেন্ট (পুলিশ সুপার) মো. মিলন মাহমুদ, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা, শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমসহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি