ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন তরুণ উদ্যোক্তা মো.আরফাত ছিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: দেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম, ইছামতি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকী এবার অর্জন করলেন “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫”। রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে “তরুণ উদ্যোক্তা ক্যাটাগরি”-তে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্প-সাহিত্য ও মিডিয়ার গুণীজনরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে আরফাত ছিদ্দিকীর নেতৃত্ব, কর্মপ্রচেষ্টা ও সমাজকল্যাণমূলক উদ্যোগসমূহ বিশেষভাবে প্রশংসিত হয়।
ইছামতি গ্রুপ বর্তমানে কৃষি, স্বাস্থ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গার্মেন্টস, আবাসন, আইটি ও সামাজিক উন্নয়নসহ মোট ৯টি সেক্টরে সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি, তিনি প্রতিষ্ঠা করেছেন “রোকসানা বেগম গ্লোবাল ফাউন্ডেশন”, যার মাধ্যমে তিনি শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক সহায়তা দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
পুরস্কার গ্রহণ করে মোঃ আরফাত ছিদ্দিকী বলেন, “আমি এই পুরস্কার উৎসর্গ করছি দেশের সব সংগ্রামী তরুণদের, যারা স্বপ্ন দেখে এবং সাহস নিয়ে কাজ করে। আমার দর্শন একটাই— সংগ্রাম যদি সত্য হয়, সফলতা তখন সময়ের অপেক্ষা মাত্র।”
এই অর্জনের মধ্য দিয়ে মোঃ আরফাত ছিদ্দিকী দেশের উদ্যোক্তা জগতের নতুন এক আলোকবর্তিকা হিসেবে আত্মপ্রকাশ করলেন।
বিআলো/ইমরান