ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সুমি রানী
সালাম মাহমুদ: স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখা দেশ-বিদেশের বিভিন্ন পেশার গুণীজনদের সম্মানে বিজয়ের মাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাঁতবাড়ি প্রেজেন্টস ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ (সিজন–৫)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে এবং আর. এস. ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় এই অ্যাওয়ার্ড প্রদান ও মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, তাঁতবাড়ি ফ্যাশনের ফাউন্ডার ও এমডি মোঃ আসাদুজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মোঃ কামরুল ইসলাম, স্টাইলবাড়ির সিইও মোঃ উমর ফারুক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকার ও লেখক রিফাত মাহবুব সাকিব, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম, দৈনিক নিরপেক্ষ-এর প্রকাশক ও সম্পাদক সবুজ মুন্সী, আন্তর্জাতিক জুয়েলারি ডিজাইনার তাসনুভা খান ও ব্যবসায়ী আব্দুল নূর।
অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও রন্ধনসহ বিভিন্ন সেক্টরের কৃতী ব্যক্তিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ বছর শিল্পী ক্যাটাগরিতে ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড–২০২৫ লাভ করেন সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী সুমি রানী।
অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানিয়ে সুমি রানী এনটিভি অনলাইনকে বলেন, “অ্যাওয়ার্ড আমার কাজের জন্য বড় অনুপ্রেরণা। এটি ভালো কাজের স্বীকৃতি। এর আগেও আমি বেশ কয়েকটি সম্মাননা পেয়েছি, সম্প্রতি নেপালেও অ্যাওয়ার্ড অর্জন করেছি। সামনে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে কাজের অফার রয়েছে। দেশ ও প্রবাসীদের দোয়া ও ভালোবাসা চাই, যেন সামনে আরও ভালো গান উপহার দিতে পারি।”
উল্লেখ্য, তরুণ প্রজন্মের কাছে সুমি রানী একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার প্রকাশিত একাধিক অ্যালবাম শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত মিডিয়া কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিআলো/তুরাগ



