মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গভর্নররা
শিক্ষার মান ও ব্যবস্থাপনায় নজর
নিজস্ব প্রতিবেদক: মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের পাঁচজন সদস্য। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ২২৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পরিদর্শনের উদ্দেশ্য হলো—শিক্ষার গুণগতমান, কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রকল্পের কার্যক্রম মূল্যায়নপূর্বক সুপারিশমালা প্রস্তুত করা।
সভায় আরও অনুমোদিত হয় ইসলামিক ফাউন্ডেশনের গত অর্থবছরের সংশোধিত বাজেট ও চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এছাড়াও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের আধুনিকায়ন, হালাল সনদের ফি পুনঃনির্ধারণ, ইফা কর্মকর্তাদের পদোন্নতি, প্রকল্প পরিচালনার হিসাবনীতি এবং ইসলামিক মিশন সেন্টার স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নূরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ