মসজিদের জায়গা ভড়াট নিয়ে চাঁদাবাজির মিথ্যা সংবাদের প্রতিবাদ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের জায়গার বালু ভরাট নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন ধামগড় ইউপি বিএনপি নেতা মনজুরুল হক ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
গত (১৩ জুলাই) রবিবার রাত ৮ ঘটিকার সময় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগর ইউপি ৪ নং ওয়ার্ডে ব্রহ্মপুত্র নদের পাড় কারী সাহেবের মসজিদের সামনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি মনজুরুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মাসুম পারভেজ, মসজিদ কমিটির সেক্রেটারি আক্তার হোসেন ও আরিফ মিয়া।
এ সময় তারা বলেন বর্তমান দেশে অস্থিরতা বিরাজমান। গত ফ্যাসিস্ট আওয়ামিলীগের প্রেতাত্বা দের সহ অন্যান্য দূস্কৃতকারী আমাদেরকে মিথ্যা চাঁদাবাজ বানিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মরিয়া হয়ে পড়ছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসররা বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছে। তাই সাংবাদিকদের কাছে আমাদের বিনীত আবেদন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক সংবাদটি প্রকাশ করার। সবিশেষ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মন্জু সহ বিএনপির নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ