মস্কোর আকাশে ড্রোন হামলা
dailybangla
29th Dec 2025 2:17 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: মাত্র তিন ঘণ্টার মধ্যে ইউক্রেনের ১১১টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ছয়টি অঞ্চলের আকাশে এসব ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়।
মন্ত্রণালয় জানায়, এর মধ্যে মস্কোর আকাশেই আটটি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, পরে আরও ১১টি ড্রোন শহরের দিকে আসার পথে প্রতিহত করা হয়।
নিরাপত্তাজনিত কারণে মস্কোর ভনুকোভো ও শেরেমেতিয়েভো বিমানবন্দরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
অন্যদিকে, শান্তি আলোচনা শুরুর আগের রাতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত এবং ৩২ জন আহত হন। হামলার ফলে শহরের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআলো/শিলি



