মাগুরায় যুবদলের বিক্ষোভ: “আইনশৃঙ্খলার অবনতি, দায় অর্ন্তবর্তী সরকারের নির্লিপ্ততা
এস এম শিমুল, মাগুরা প্রতিনিধি: “অর্ন্তবর্তী সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন”— এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের ইসলামপুরপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুবদল নেতা শান্তি খান ও জেহাদ হোসেন টিক্কা।
বক্তারা বলেন, “বর্তমান অর্ন্তবর্তী সরকারের নীরবতা এবং নিষ্ক্রিয়তায় দেশজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এর পেছনে ফ্যাসিবাদী শক্তির মদদ রয়েছে, যারা স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।”
তারা অবিলম্বে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
বিআলো/তুরাগ