• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মহানবমীতে দেবী আরাধনা, বাজছে বিদায়ের ঘণ্টা 

     dailybangla 
    01st Oct 2025 11:12 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। অষ্টমীর আনন্দ-উৎসব পেরিয়ে আজ থেকে শুরু হলো দেবী দুর্গার বিদায়ের ঘণ্টা। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার গুরুত্বপূর্ণ পর্ব মহানবমী পালিত হচ্ছে আজ (বুধবার, ১ অক্টোবর)। নবমীর সকালে দেবীর মহাস্নান, ষোড়শ উপচারে পূজা ও সন্ধ্যায় মহাআরতি অনুষ্ঠিত হয়। এদিন বিশেষভাবে ১০৮টি নীলপদ্মে দেবীর পূজা করা হয়। একইসঙ্গে বলিদান ও নবমী হোম সম্পন্ন করার রীতি রয়েছে।

    নবমী তিথির সূচনা হয় অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে অনুষ্ঠিত সন্ধিপূজা দিয়ে। মূলত এই সময়ে দেবী চামুন্ডার আরাধনা করা হয়। ভক্তরা ১০৮টি প্রদীপ জ্বালিয়ে ও পদ্মফুল নিবেদন করে দেবীর চরণে প্রার্থনা জানান।

    পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, মহানবমীতে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি প্রদান করা হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি ব্যবহার করে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়।

    পুরান ঢাকার ভক্ত অনিরুদ্ধ রায় বলেন, “নবমীর বিশেষত্ব ১০৮ পদ্মের পূজা। এটি মূলত শেষ পূজা। কারণ, বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী। তাই ভক্তদের মনে আজ থেকেই বিষাদের সুর বাজতে শুরু করেছে।”

    আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনের এ মহোৎসবের। সকালে হবে দশমীর বিহিত পূজা, পরে দর্পণ বিসর্জন শেষে দেশব্যাপী প্রতিমা বিসর্জন শুরু হবে।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ২৫৯টি মণ্ডপ। বিজয়া দশমীতে রাজধানীর অধিকাংশ প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা নদীতে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031