• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গার ছুটিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প 

     dailybangla 
    16th Dec 2025 5:58 pm  |  অনলাইন সংস্করণ

    হৃদয় খান: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছুটিপুর ও পোতারপাড়া গ্রামের সাধারণ মানুষের জন্য একটি ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    মিশন প্রগতি চেইন অফ ইউনিটি সংগঠনের উদ্যোগে এবং জানতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

    মেডিকেল ক্যাম্পে ছুটিপুর ও পোতারপাড়া গ্রামের প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে ব্লাড গ্রুপিং নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সেবার আওতায় আসেন।

    চিকিৎসাসেবায় অংশ নেন ছুটিপুর গ্রামের কৃতি সন্তান ডা. মাহবুবা আক্তার তাবীয়া- এমবিবিএস (ডিইউ), পিজিটি (গাইনি অ্যান্ড অবস), ইওসি (গাইনি অ্যান্ড অবস)। তিনি প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সার্জন মেডিকেল অফিসার হিসেবে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও মেটারনিটি হাসপাতাল, ঝিনাইদহে কর্মরত।
    এছাড়া চুয়াডাঙ্গার আরেক কৃতি সন্তান ডা. শিরিনা আক্তার (শিরিন)- এমবিবিএস (ডিইউ), পিজিটি (গাইনি অ্যান্ড অবস), সিসিডি (বারডেম) ও ডিএমইউ (ঢাকা) বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

    এ সময় মিশন প্রগতি চেইন অফ ইউনিটি সংগঠনের মো. আকাশ, মো. জুয়েল রানা, মো. তারিকুল, মো. হাবিবুর, মো. রাসেল, মো. রিফাত, মোছা. জান্নাতুল, মোছা. তিথি, মোছা. ফাতেমা, লাবিব ও মৌমিতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও তারা জরুরি রোগীদের জন্য ব্লাড ম্যানেজমেন্ট, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
    নেতৃবৃন্দ আরও জানান, দেশ ও নিজ জেলার সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031