মহান বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি উপস্থিত ছিলেন।
বিজয় দিবসকে আরও বর্ণাঢ্য করে তুলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কয়ারে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব প্রদর্শনীতে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশনের পাশাপাশি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্কেস্ট্রা দলের বাদ্য পরিবেশন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন সেনানিবাস ও সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় সীমিত আকারে ব্যান্ড পরিবেশনের আয়োজন করা হয়।
বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এ উদ্যোগ সফল হলে প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষে এই রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন বন্দরে নৌবাহিনীর জাহাজ ও সামরিক জাদুঘরসমূহ নির্ধারিত সময় পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
বিআলো/শিলি



