মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর সদস্যরা কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় তৈরি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বিআলো/এফএইচএস