মাইজভান্ডার দরবারের আধ্যাত্মিক সাধক সৈয়দ দিদারুল হকের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফের অন্যতম আধ্যাত্মিক পুরুষ ও সুফি সাধক আলহাজ শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ এশা চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার শরিফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে মাইজভান্ডার দরবার, তরিকত অঙ্গন এবং স্থানীয় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. সৈয়দ দিদারুল হক ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারীর (ক.) অনুসারী এবং ‘সাজ্জাদানশীন-গাউছিয়া আহমদিয়া মঞ্জিল’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আধ্যাত্মিক চর্চার পাশাপাশি তিনি মাইজভান্ডার দরবার শরিফের নানা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ। তাঁর তিন ভাই আগেই ইন্তেকাল করেছেন। বর্তমানে জীবিত আছেন দুই ভাই—সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী ও সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী। তিনি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই।
মরহুম দিদারুল হক একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজসেবা ও মানবিক কাজেও তাঁর বিশেষ অবদান ছিল। তাঁর ইন্তেকালে দেশ-বিদেশের অনুসারী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিআলো/এফএইচএস